ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অবৈধ ১ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
আশুলিয়ায় অবৈধ ১ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আশুলিয়ায় অবৈধ ১ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবৈধভাবে নেওয়া দুই কিলোমিটার এলাকার প্রায় ১ হাজার বাসা-বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার বাংলাবাজারের ইটখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।

প্রকৌশলী সায়েম বাংলানিউজকে বলেন, আজ সকাল থেকে এখন পর্যন্ত ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েকশ’ গজ পাইপ জব্দ করা হয়। আমরা অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে যাচ্ছি।

অভিযানে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, উপ-ব্যবস্থাপক সুমন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।