ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ইয়াবাসহ ৩ বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
রাজধানীতে ইয়াবাসহ ৩ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর ও সাভার থানা এলাকা থেকে ইয়াবাসহ তিন বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। অভিযানে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন- মো. অপু সরকার, মো. শাহাবুদ্দিন সবুজ ও নুর মোহাম্মদ।

এসি শাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মৌচাক এলাকায় ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে আসামি অপু ও সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার অপু ও সবুজের দেওয়া তথ্যমতে ওই রাতেই সাভার থানার আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। শাহজাহানপুর থানায় গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।