ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে চাচাকে পিটিয়ে হত্যা ঘটনায় মামলা, নারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
কুড়িগ্রামে চাচাকে পিটিয়ে হত্যা ঘটনায় মামলা, নারী গ্রেফতার ...

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে জবেদ আলী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০২ ফেব্রুয়ারি) সকালে কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ির বালাবাড়ি গ্রাম থেকে ঐ নারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসনা ঐ গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

পিটিয়ে হত্যার ঘটনায় মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিহতের স্বজনরা ১৯ জনকে আসামি করে কচাকাটা থানায় মামলা করে।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বাংলানিউজকে জানান, মামলার এজাহারের ভিত্তিতে ওই নারীকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ির বালাবাড়ি গ্রামের জবেদ আলীর সঙ্গে তার ভাতিজা একই গ্রামের শফিকুল ইসলাম ও শহিদুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে জবেদ জমিতে ইরি ধান রোপণের জন্য পানি নিতে গেলে দুই ভাতিজাসহ লোকজন হামলা চালায়। এ সময় চাচা জবেদকে এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন >>> জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যা

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।