ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

গাজীপুরে টেম্পু-মিনিবাস সংঘর্ষে ২ জন নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
গাজীপুরে টেম্পু-মিনিবাস সংঘর্ষে ২ জন নিহত 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা এলাকায় টেম্পু-মিনিবাস সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলো- গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা নান্দুন এলাকার গাউছ মিয়ার স্ত্রী মারুফা বেগম (৫৪) এবং একই এলাকার নুর আলমের ছেলে লিমন (১২)।  

বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. মতিউজ্জামান বলেন, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে চান্দনা চৌরাস্তা এলাকায় যাচ্ছিল টেম্পুটি। একপর্যায়ে টেম্পুটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় পৌঁছায়। এসময় পেছন থেকে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ওই টেম্পুকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লিমন নিহত এবং মারুফা বেগম গুরুতর আহত হন।  

তিনি আরও বলেন, এলাকাবাসী মারুফাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত লিমন নাওজোর মেধা বিকাশ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।  

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২ 
আরএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।