ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হত্যা মামলায় ঝালকাঠিতে ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
হত্যা মামলায় ঝালকাঠিতে ইউপি সদস্যসহ ৯ জন কারাগারে প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠিতে দিনমজুর মিরাজ শেখ (৩৫) হত্যা মামলার আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নজরুল ইসলামসহ নয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ পারভেজ শাহরিয়ার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

বাদীপক্ষের আইনজীবী ফয়সাল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

নজরুল ইসলাম জেলা সদর উপজেলার কেওড়া ইউপি সদস্য।  

মামলার বিবরণে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ দুই ইউপি সদস্য নজরুল ইসলাম ও উজ্জ্বল হোসেন খানের নেতৃত্বে গত বছরের ১৪ ডিসেম্বর রাতে ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের রনমতি বাজারে দিনমজুর মিরাজ শেখকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। ওই রাতেই মিরাজকে ঝালকাঠি সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশার শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দিনরাতে তার মৃত্যু হয়। পরদিন ১৫ ডিসেম্বর সকালে মিরাজের মা মাকসুদা বেগম ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কেওড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল হোসেন খান ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামসহ ১২ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ৩০ জানুয়ারি ইউপি সদস্য উজ্জ্বল হোসেনসহ দু’জন আদালত আত্মসমর্পন করলে বিচারক তাদের কারাগারে পাঠান।  

মামলার প্রধান আসামি ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলামসহ নয়জন উচ্চ আদালতের জামিনে ছিলেন। তারা বুধবার ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হলে বিচারক কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া এজাহারনামীয় এক আসামি এখনো পলাতক রয়েছেন।  

মামলার বাদী মাকসুদা বেগম জানান, আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এখন বিচারের পর তাদের ফাঁসি হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।