ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বিষখালী নদীতে দেড় লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
বিষখালী নদীতে দেড় লাখ মিটার নিষিদ্ধ জাল জব্দ জব্দ নিষিদ্ধ চর ঘেরা জাল

পাথরঘাটা (বরগুনা): বিষখালী নদীতে অভিযান চালিয়ে উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ দেড় লাখ মিটার চর ঘেরা জাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।  

বুধবার (০২ ফেরুয়ারি) দুপুরের দিকে জালগুলো জব্দ করা হয়।

পরে তা পুড়িয়ে ফেলা হয়।  

এ তথ্য নিশ্চিত করে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কন্টিজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী বাংলানিউজকে জানান, জব্দ পোনাগুলো পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের উপস্থিতিতে বিষখালী নদীতে অবমুক্ত ও জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।