ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরের জন্য সবার কাছে দোয়া চাইলেন নায়ক রিয়াজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
শ্বশুরের জন্য সবার কাছে দোয়া চাইলেন নায়ক রিয়াজ কথা বলছেন নায়ক রিয়াজ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ধানমন্ডির নিজ ফ্ল্যাটে পিস্তলের গুলিতে আত্মহত্যা করা শ্বশুর আবু মহসিনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়ক রিয়াজ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের মাধ্যমে সবার কাছে দোয়া চান তিনি।

সে সময় রিয়াজ বলেন, ‌‘আমার বাবার (শ্বশুর) জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন’।

তিনি জানান, আবু মহসিনের মরদেহ প্রথমে ধানমন্ডি ৭ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বাদ আসর স্থানীয় মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হবে। পরে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন কবরস্থানে আবু মহসিনের ইচ্ছা অনুযায়ীই তার দাফন হবে।

মহসিনের একাকীত্বের বিষয়ে জানতে চাইলে রিয়াজ বলেন, ‘এসব বিষয়ে কথা বলার মতো সময় এখন না। ' 

ঢাকা মেডিক্যাল কলেজে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. জিনাত তাসনিম বলেন, 'তার (আবু মহসিন) মাথায় একটি গুলি রয়েছে। গুলির কারণেই তার মৃত্যু হয়েছে। '

এর আগে, বেলা ১১টার দিকে শুরু হয়ে ১২টায় শেষ হয় ময়নাতদন্ত। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায় ধানমন্ডি মডেল থানা পুলিশ।  

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে নানা কথা বলেন আবু মহসিন। সম্পতি কয়েকজন নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে নিজের অসুস্থতা ও স্বজনদের প্রতি অভিমানের কথাও বলেন।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।