ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সরকারি কর্মচারীদের এসিআর পাঠানোর সময় বাড়লো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
সরকারি কর্মচারীদের এসিআর পাঠানোর সময় বাড়লো

ঢাকা: করোনা ভাইরাসের কারণে সরকারি কর্মচারীদের ২০২১ সালের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দফতরে পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে।  

আগামী ৩১ মের মধ্যে এসিআর পাঠাতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবসহ সংশ্লিষ্টদের কাছে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, করোনা মহামারি দীর্ঘায়িত হওয়ার কারণে বিরাজমান বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মচারীদের এসিআর দাখিল, অনুস্বাক্ষর ও প্রতিস্বাক্ষরকরণের প্রক্রিয়া সম্পন্ন করে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষের দপ্তরে বার্ষিক ও আংশিক সব গোপনীয় অনুবেদন পৌঁছানোর সময়সীমা আগামী ৩১ মে পর্যন্ত বাড়ানো হলো। বিষয়টি কেবল ২০২১ সালের এসিআরের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

কোভিড-১৯ মহামারির কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের গত বছরের (২০২১) গোপনীয় অনুবেদন দাখিলের ক্ষেত্রে স্বাস্থ্য প্রতিবেদনও লাগবে না।

কোনো পঞ্জিকাবর্ষে কোনো কর্মস্থলে কোনো নির্দিষ্ট মেয়াদে একজন অনুবেদনকারীর (নিয়ন্ত্রণকারী ঊর্ধ্বতন কর্মকর্তা) অধীনে অনুবেদনাধীন (যার কাজের মূল্যায়ন) কর্মচারীর কর্মকালীন সার্বিক মূল্যায়নের নাম এসিআর।

প্রতিবছর ৩১ জানুয়ারির মধ্যে এসিআর ফরম পূরণ করে অনুবেদনকারী কর্মকর্তার কাছে দাখিল করতে হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে অনুস্বাক্ষর করে প্রতিস্বাক্ষকারী কর্মকর্তার কাছে পাঠাতে হয়। ৩১ মার্চের মধ্যে ডোসিয়ার হেফাজতকারী কর্তৃপক্ষের কাছে পৌঁছাতে হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২২
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।