ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর মৃত্যুশোকে ৫ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন স্ত্রীও 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
স্বামীর মৃত্যুশোকে ৫ ঘণ্টার ব্যবধানে চলে গেলেন স্ত্রীও  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জ্বরে আক্রান্ত স্বামীর মৃত্যুর পাঁচ ঘণ্টা পর শোকে মারা গেলেন স্ত্রীও।  

বৃহস্পতিবার (৩ ফ্রেব্রুয়ারি) গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

তারা হলেন- আব্দুর রহমান (৭৮) ও তার স্ত্রী জুবেদা খাতুন (৬৮)।   এই দম্পতি ৩ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নানিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল আমিন জনি।  

আব্দুর রহমানের ভাতিজা ও স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন আব্দুর রহমান। বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি মারা যান।  

ইউপি সদস্য  আরও বলেন, ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তার স্ত্রী জুবেদা খাতুন। পরে দুপুর ১২টার দিকে স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরে জুবেদাও মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  

বৃহস্পতিবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে এই দম্পতিকে দাফন করা হয় বলেও জানান ইউপি সদস্য।  

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।