ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে তরুণকে কুপিয়ে জখম, আনা হচ্ছে ঢাকায়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
নলছিটিতে তরুণকে কুপিয়ে জখম, আনা হচ্ছে ঢাকায় গুরুতর জখম ফয়সাল আহমেদ

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় এক তরুণকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সড়কে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।

আহত ফয়সাল আহমেদ আকন (৩০) নলছিটির ফেরিঘাট এলাকার সুলতান আহমেদ আকনের ছেলে।  

আহত ফয়সাল আকনের ছোট ভাই সোহান আকন বলেন, আমার ভাইয়ের সঙ্গে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর দিলরুবা বেগমের ছোট ভাই মিলন ও আলমগীর পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলা করেন। তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান। পরে আহত অবস্থায় ফয়সালকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  

তিনি আরও বলেন, ফয়সালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। তবে আমাদের অভিযান অব্যাহত আছে।  

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।