ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কাফরুলে ৫ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
কাফরুলে ৫ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ১ চোরাই মোটরসাইকেলগুলো

ঢাকা: রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ মো. রাসেল নামে এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি উত্তরা বিভাগ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে কাফরুল থানাধীন সেনপাড়ার একটি বাসার গ্যারেজ থেকে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমান বলেন, সেনপাড়ার ওই গ্যারেজে চোরাই মোটরসাইকেল রয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও রাসেল নামে এক জনকে গ্রেফতার করা হয়। এ সময় ওই গ্যারেজ থেকে পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়, সেগুলোর কোনো বৈধ কাগজ নেই।  

তিনি বলেন, গ্রেফতার রাসেল ডিএমপির কাফরুল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।