সিরাজগঞ্জ: মাঘ মাস শেষ না হতেই গ্রীষ্ম কালের মতো ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ এবং পরপরই শুরু হয়েছে বৃষ্টিপাত। কোথাও ভারী বর্ষণ আবার কোথাও হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই মেঘাচ্ছন্ন সিরাজগঞ্জের আকাশ। ধীরে ধীরে ঘন কালো মেঘে ছেয়ে যায় প্রকৃতি। সাড়ে ১০টার দিকে শুরু হয় বৃষ্টিপাত।
তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সকালে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
তিনি বলেন, আজ সারা দিন ও রাত আকাশে মেঘ থাকবে। কোথাও কোথাও ভারী কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
কেএআর