ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকারী সন্দেহে আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
খাগড়াছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকারী সন্দেহে আটক ১ ...

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুগুড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের বিহারধ্যাক্ষ বিশুদ্ধ মহাথের ভান্তেকে হত্যাকারী সন্দেহে রূপায়ন চাকমা নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সে কমলছড়ি গ্রামের ইন্দ্র কুমার চাকমার মেয়ের জামাই ও দীঘিনালা জোড়া ব্রিজ এলাকার ধনঞ্জয় চাকমার ছেলে। সে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ রশিদ জানান, নিহত বিশুদ্ধা মহাথের ভান্তের ব্যবহৃত সিম ব্যবহার করছিল আটক রূপায়ন চাকমা। তাই তাকে ভান্তের হত্যাকারী সন্দেহে বৃহস্পতিবার রাতে সদরের কমলছড়ি গ্রাম থেকে আটক হয়।

উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বৌদ্ধ ভিক্ষু ভদন্ত বিশুদ্ধা মহাস্থবির ভান্তেকে তার প্রতিষ্ঠিত বিহার ধর্মসুখ বৌদ্ধ বিহারে কুপিয়ে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।