ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ইন্তাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (২১) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুর ১২টার সময় বৃষ্টির মধ্যে বাড়ির পাশে সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যায় ফিরোজ মিয়া। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ। ছেলেকে বাঁচাতে  গিয়ে বাবা ইন্তাজ আলীও  বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা  বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করে।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।