ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় করোনা হাসপাতালের মেঝেতে বৃষ্টির পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
খুলনায় করোনা হাসপাতালের মেঝেতে বৃষ্টির পানি

খুলনা: খুলনায় হঠাৎ তুমুল বৃষ্টি হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মাঘের দুপুরের এ বৃষ্টিতে খুলনার ২০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালের ওয়ার্ডের মেঝেতে পানি ঢুকেছে।

এতে করোনা ওয়ার্ডে ভর্তিকৃত রোগী ও তার স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছেছে। রোগীর স্বজনদের অভিযোগ, বৃষ্টির পানি মেঝেতে ঢুকে পড়েছে। কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না।

করোনার রেড জোনে থাকা এক রোগীর স্বজন জানান, ভবনের ছাদে জমা বৃষ্টির পানি সিঁড়ি বেয়ে ওয়ার্ডের মেঝেতে ঢুকে যায়। শীতের এ সময় মেঝের পানিতে হাঁটতে সমস্যা হচ্ছে। মেঝেতে পানি চলে এসেছে। কর্তৃপক্ষকে জানানোর পর বলছে আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) ব্যবস্থা নেবে।

অভিযোগ রয়েছে, ২০২১ সালেও করোনা ওয়ার্ডে এভাবে বৃষ্টির পানি ঢুকে পড়ে। তখন করোনার ভয়াবহ অবস্থায় যেসব রোগী মেঝেতে ছিলেন তাদের টানা-হেঁচড়া করে শুকনো স্থানে নিয়ে যান স্বজনরা।

ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র সুহাস রঞ্জন হালদার বাংলানিউজকে বলেন, ওই ভবনে বৃষ্টি হলেই পানি পড়ে এটা পুরনো সমস্যা। লোক গেছে একটু পরেই ঠিক হয়ে যাবে। পানি যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই পানি জমে থাকে, পরে আস্তে আস্তে সরে যায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমনটি হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।