ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে মাঝিকে হত্যা

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২২
কেরানীগঞ্জে ছুরিকাঘাতে মাঝিকে হত্যা

কেরানীগঞ্জ: কেরানীগঞ্জে মণীন্দ্র চন্দ্র (৭০) নামে এক নৌকার মাঝিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মণীন্দ্র চন্দ্র তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ঋষিপাড়া এলাকায় মরণ চন্দ্রের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বুড়িগঙ্গায় তেলঘাট এলাকায় নৌকা চালিয়ে জীবনযাপন করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা ছুরিকাঘাত করে তাকে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

বাঘৈর ঋষিপাড়ার এলাকার নিরেন মেম্বার জানান, প্রতিদিনের মতো ভোরে তিনি কাজের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, নৌকার মাঝি মণীন্দ্রের ময়নাতদন্ত শেষে জানতে পেরেছি তার শরীরে ছয়টি ছুরির আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।