ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুলাউড়ায় বাস চাপায় ২ বাইকার নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
কুলাউড়ায় বাস চাপায় ২ বাইকার নিহত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার লোয়াইইনি চা বাগান এলাকায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী বুলবুল আহমদ ও ফখর উদ্দিন নিহত হয়েছেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগ মুহূর্তে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোহাইউনি এলাকায় একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বুলবুল ও ফখর গুরুত্বর আহত হন। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত একজনের বাড়ি কুমিল্লা ও অপরজনের ব্রাহ্মণবাড়িয়া। তারা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, বাসটি আটক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
বিবিবি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।