ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় হেরোইনসহ ২ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
তেঁতুলিয়ায় হেরোইনসহ ২ যুবক আটক আটকরা

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১১গ্রাম হেরোইনসহ সাইদার রহমান (২২) ও শফিক আলম (২৩) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

আটক সাইদার রহমান তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে ও  শফিক আলম একই ইউনিয়নের গনাগছ গ্রামের আকবর আলীর ছেলে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডোমার থেকে ট্রাক যোগে তেঁতুলিয়ার ভজনপুরে হেরোইন আনা হচ্ছে। পরে সকাল ১১টার সময় উপজেলার ভজনপুর ইউনিয়নের করতোয়া ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের তল্লাশি করে ১১ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় তাদের ট্রাকটি জব্দ করা হয়।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। জব্দ ১১ গ্রাম হেরোইনের বাজার মূল্য ৩৩ হাজার টাকা। জব্দ করা ট্রাকটি থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।