ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ফরিদপুরে ইয়াবাসহ ২ বিক্রেতা গ্রেফতার আটকরা

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার উথলী গ্রাম থেকে ওই দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গার পাতরাইল দিঘীরপাড় এলাকার রোকন মাতুব্বরের ছেলে দুলাল মাতুব্বর (৩৫) ও একই এলাকার আনজু খাঁনের ছেলে রাসেল খাঁন (২৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গাসহ আশপাশের এলাকায় মাদক বিক্রি করে আসছে।

ওসি জানায়, মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা। গ্রেফতারদের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।