ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারায় ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
ভাটারায় ইয়াবাসহ গ্রেফতার ২ ...

ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম ও মানিক।

অভিযানে তাদের কাছ থেকে ৮ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. শামসুল আরেফিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত উপ-কমিশনার বলেন, শনিবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ খোরশেদ ও মানিককে গ্রেফতার করা হয়। তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

গ্রেফতারদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।