ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

দুইয়ে, দুই-ই ফেল!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
দুইয়ে, দুই-ই ফেল!

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে চন্দ্রবাজ স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুজন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের দুজনই ফেল (অকৃতকার্য) করায় শতভাগ ফেলের তালিকায় উঠে এসছে প্রতিষ্ঠানটি।

চলতি এইচএসসি পরীক্ষায় এ ধরনের ফলাফল হয়।

আবুল কাশেম ও হাসানুজ্জামান দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তারা অর্থনীতিতে ফেল করেন।

এ বিষয়ে চন্দ্রাবাজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি মূলত কারিগরি শিক্ষার ওপর জোর দিয়ে থাকে। এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ১৫১ জন জন শিক্ষার্থী অংশ নিয়ে ১২৭ জন পাশ করেছেন। এর মধ্য জিপিএ ৫ পেয়েছেন পাঁচজন।

তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীনে পরীক্ষায় ২জন শিক্ষার্থী অংশ নিয়ে ফেল করার বিষয়টিও স্বীকার করেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।