ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে-মাদক নিয়ে বয়ান দিতে পারেন ইমামরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
বাল্যবিয়ে-মাদক নিয়ে বয়ান দিতে পারেন ইমামরা

সিলেট: হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে, বাল্যবিয়ে এবং মাদক সম্পর্কেও ইমামরা মানুষকে সচেতন করতে পারেন বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় মো. মুহাম্মদ মোশাররফ হোসেন।

তিনি বলেন, হাওর এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

এক্ষেত্রে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। প্রতি শুক্রবার ইমামরা এ বিষয়ে মসজিদে বয়ান দিতে পারেন। পাশাপাশি মানুষকে বাল্যবিবাহ এবং মাদক সম্পর্কেও সচেতন করতে পারেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে “হাওরের এলাকার জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণ কার্যক্রম” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আব্দুল আউয়াল হাওলাদার।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন সিলেট ইসলামি ফাউন্ডেশন পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ, হযরত শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু ছালেহ মো. কুতুবুল আলম, সরকারি আলিয়া মাদরাসার শিক্ষক মো. নুরুল ইসলাম, হবিগঞ্জ ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম, সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক মুহা. মোশারফ  হোসেন, অধ্যক্ষ মো. মশিউর রহমান, ইফা সিলেটের ফিল্ড অফিসার মুহাম্মদ আবদুল বাকী, কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।