ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: অস্ত্রসহ আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা: অস্ত্রসহ আটক ৮

ঢাকা: চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতার ঘটনায় ৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বান্দরবান, চট্টগ্রাম ও ঢাকায় পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে সহিংসতায় ব্যবহৃত ৫ টি আগ্নেয়াস্ত্র ও ৪২ রাউন্ড গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, সাতকানিয়ায় সহিংসতার ঘটনায় ৮ জনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।