ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযান, ২ কোটি পোনা মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযান, ২ কোটি পোনা মাছ জব্দ

বরগুনা: পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ২ কোটি ৫ হাজার ৪০০ পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা কোস্টগার্ড।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদের টিম অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পাথরঘাটার পদ্মা এলাকায় মাছ ধরার ট্রলারে ১০ জন জেলে ফাইস্যা মাছের পোনা ধরা হয়েছে খবর পেয়ে সোমবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ২ কোটি ৫ হাজার ৪০০ পিস ফাইস্যা মাছের পোনাসহ ১০ জন জেলেকে আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, বিষখালী নদীতে পোনা মাছগুলো অবমুক্ত করা হয় এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে জবানবন্দি নিয়ে আটক করা জেলেদের ছেড়ে দেওয়া হয়।

বরগুনা জেরা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, মৎস্য সম্পদ রক্ষায় করা আমাদের দায়িত্ব। এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।