ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৩ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
মাগুরায় ৩ নারী বীর মুক্তিযোদ্ধা পেলেন সম্মাননা

মাগুরা: সারাদেশে বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের অংশ হিসেবে মাগুরায় এক বীরাঙ্গনাসহ ৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ৩ মহিলা মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

সম্মাননা পাওয়া এ ৩ নারী মুক্তিযোদ্ধারা হলেন- বীরাঙ্গনা লাইলী বেগম, মোছা. মাজেদা বেগম ও সালেহা নাহার।  

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিউজা-উল-জান্নাহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।