গাজীপুর: গাজীপুরের টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকায় বাসাবাড়িতে আগুনে লেগে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, বিকেলে পাগার ঝিনুমার্কেট এলাকার সাদেক আহমেদের টিনশেড বাসাবাড়িতে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি কক্ষ থেকে ওই শিশুর দগ্ধ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
আরএস/আরবি