ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী পথচারী নিহত 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় নারী পথচারী নিহত 

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় হাওয়া বেগম (৬০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়ার কালিকাপুর বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

হাওয়া বেগম উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের দিকশাইল গ্রামের দেওয়ান আতর আলীর স্ত্রী। তিনি দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজারের পাশে বোনের বাড়িতে যাচ্ছিলেন।   
 
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে দাশুড়িয়ার কালিকাপুর বাজারের সামনে রাস্তা পার হচ্ছিলেন ওই পথচারী। এ সময় পাবনা থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।  

এদিকে পাকশী হাইওয়ে পুলিশ দাশুড়িয়া ট্রাফিক মোড় থেকে চালকসহ মাইক্রোবাসটি আটক করেছে।  

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।