ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় যমজ শিশু হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
খুলনায় যমজ শিশু হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে মামলা 

খুলনা: খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামে জমজ শিশু হত্যার অভিযোগে মা কানিজ ফাতেমা কনাকে আসামি করে মামলা করা হয়েছে।  

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে শিশু দু’টির বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন।

মামলা নম্বর ১০।

এর আগে সাত মাস বয়সী মুক্ত ও মনিকে হত্যার ঘটনায় নিহত শিশু দু’টির মাসহ তিনজনকে থানায় ডেকে নেওয়া হয়। পরবর্তীতে অন্য দু’জনকে ছেড়ে দেওয়া হলেও মাকে আটক রাখা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানার এসআই মো. এনামুল হক এসব তথ্য জানান।  

জানা যায়, দুই কন্যা শিশুকে নিয়ে কয়েকদিন আগে তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন কনা খাতুন। গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টার দিকে শিশু দু’টিকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন তিনি। ঘণ্টাখানেক পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। পরের দিন শুক্রবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় শিশু দু’টির মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরএম/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।