ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে ২৪ ঘণ্টায় পেঁয়াজের দাম দ্বিগুণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
জামালপুরে ২৪ ঘণ্টায় পেঁয়াজের দাম দ্বিগুণ

জামালপুর: জামালপুরে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) যেখানে খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হতো ৩০ টাকা শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সেটির দাম হয়েছে ৬০ টাকা।

জামালপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়।

গত সপ্তাহে বৃষ্টির কারণে পেঁয়াজ নষ্ট ও কৃষকের কাছ থেকে সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন পাইকারি বিক্রেতারা।

এদিকে বাজারে প্রচুর সরবরাহ থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি পেঁয়াজ সিন্ডিকেটের কারসাজি বলে উল্লেখ করেন ক্রেতারা।

দেওয়ানগঞ্জ বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা আবু কালাম, মশিউর, আব্দুল্লাহসহ অনেকেই জানান, বাজারে পেঁয়াজের প্রচুর সরবরাহ কিন্তু দাম আজ দ্বিগুণ। শুধু পেঁয়াজের দামই নয় প্রতিটি কাঁচা সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা।

এদিকে সরকারিভাবেও জেলা ও উপজেলাগুলোতেও নেই বাজার মনিটরিং ব্যবস্থা। পিয়াজসহ দ্রব্যমুল্যে লাগাম টেনে ধরার জন্য সরকারিভাবে বাজার মনিটরিংয়ের জোর দাবি করেছেন ক্রেতারা।

এ বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামানকে একাধিকবার ফোন দিয়েও মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।