ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

টোলপ্লাজার কাছেই পড়ে ছিল এসআইয়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
টোলপ্লাজার কাছেই পড়ে ছিল এসআইয়ের মরদেহ ছবি সংগ্রহীত।

কুমিল্লা: ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজার কাছেই মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের উপ-পরিদর্শকের (এসআই) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তাকে উদ্ধার করা হয়।

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এসআই মো. জাহাঙ্গীর আলম শেরপুর জেলার বাসিন্দা।

কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম  মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটি ছিল তার। তবে টোলপ্লাজার কাছেই কুমিল্লামুখী লেনের রাস্তায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে তাকে উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সুরতহাল করে ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা বের করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, আমরা তার পরিবারকে জানিয়েছি। তিনি আমাদের এখানে প্রায় ৭ থেকে ৮ বছর ধরে কর্মরত ছিলেন।

বাংলাদশে সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।