ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ বিক্রেতা আটক সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ বিক্রেতা আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৯ বোতল ফেনসিডিলসহ শেখ আবু আনসারী মিঠু (৪২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকু।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি সোনারগাঁও থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, আটকের সময় তল্লাশি করে তার কাছে ৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।