ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সন্ত্রাসী ভাড়া করে বাবার ওপর হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
সন্ত্রাসী ভাড়া করে বাবার ওপর হামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার বাসিন্দা হাজী মো. সাইজুদ্দিন মিয়া নিজের অবাধ্য সন্তানদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার প্রথম ঘরের তিন ছেলে ও মেয়েরা জুয়ায় আসক্ত এবং ব্যাপক উশৃঙ্খল। জুয়া খেলে টাকা নষ্ট করার কারণে তিনি তাদের টাকা পয়সা দেন না। এতে তারা প্রায়ই তাকে হুমকি ধমকি দিয়ে থাকেন।  হুমকিতে কাজ না হওয়ায় এক পর্যায়ে তার সন্তানরা ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়েও হামলা চালায়।

তিনি জানান, এ ঘটনায় পর মামলা করা হলে প্রথম ঘরের সন্তানরা তাকে (সাইজুদ্দিন) তার দ্বিতীয় স্ত্রী ও সে ঘরের সন্তানকে মারধর করে জখম করে৷ এমন ঘটনার পর তারা পুলিশের কাছে গেলে পুলিশ সাহায্য করেনি বলে অভিযোগ করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে সাইজুদ্দিন সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।