ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ চিহ্নিত বিক্রেতা আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
পাথরঘাটায় ইয়াবাসহ চিহ্নিত বিক্রেতা আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ৭০ পিস ইয়াবাসহ অন্তর নামে এক চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করছে পাথরঘাটা পুলিশ।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে তাকে আটক করা হয়।

অন্তর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ আলী ফরেস্টারের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত নয়টার দিকে পাথরঘাটা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান নেয় পুলিশ। এ সময় এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা অন্তরকে আটক করা হয় এবং তার শরীর তল্লাশি করে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্তরকে ধরার পর তার তিন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ জানায়, পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করা হয়নি। তবে তারা প্রত্যেকেই চিহ্নিত মাদক বিক্রেতা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় মজুমদার বলেন, অন্তরের বিরুদ্ধে এর আগেরও মাদকসহ চারটি মামলা রয়েছে। তাকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে‌।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।