ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে পুলিশের ভুয়া এসআই গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
জয়পুরহাটে পুলিশের ভুয়া এসআই গ্রেফতার জয়পুরহাটে পুলিশের ভুয়া এসআই গ্রেফতার।

জয়পুরহাট: জয়পুরহাটে উত্তম কুমার ঘোষ নামে পুলিশের এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় ঈদ গা মাঠ এলাকা তাকে গ্রেফতার করা হয়েছে।

 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, জয়পুরহাট শহরের বঙ্গবন্ধু রোডের বাসিন্দা উত্তম ঘোষ নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী একটি বাস থেকে নওগাঁর ৩ যাত্রীকে নামিয়ে নেয়। এরপর তিনি শরীর তল্লাশির নামে ঈদ গা মাঠে নিয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়ার শর্তে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে।

এ সময় তাদের কাছে থাকা চার হাজার ৮০০ টাকা জোর করে কেড়ে নেয় এবং আটকদের স্বজনদের কাছে বিকাশের মাধ্যমে প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে পাঠিয়ে দেওয়ার কথা বলে হত্যার হুমকি দেন।

পরে আটক যাত্রীদের মধ্যে তৌকির আহম্মেদ প্রস্রাব করার কথা বলে কৌশলে তার কাছ থেকে দূরে সরে গিয়ে সদর থানায় ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে এই প্রতারককে গ্রেফতার করে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আলমগীর জাহান।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।