ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কীর্তনখোলায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
কীর্তনখোলায় গোসল করতে নেমে বৃদ্ধ নিখোঁজ

বরিশাল: বরিশালে কীর্তনখোলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বরিশাল সদর উপজেলার গিলাতলী এলাকায় কীর্তনখোলা নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়।



ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আফসার আলী খান স্ত্রীর সঙ্গে কীর্নখোলা নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে স্ত্রীকে চলে যেতে বলেন তিনি। এর এক ঘণ্টা পরও বাড়ি না ফেরায় আফসারের স্ত্রীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজির করে তাকে না পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে কীর্তনখোলা নদীতে খুঁজতে থাকে।  

বরিশাল নদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।