ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস ব্যবসায়ী নিহত নিহত আলমগীর হোসেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩৫) নামে এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন তার সহযোগী জুয়েল।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা থানার পাগলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আলমগীর ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার বরুকা উত্তর পাড়ার আকবর আলীর ছেলে ও ফতুল্লা মডেল থানার দেওভোগ বাশমুলিতে ভাড়া থাকতেন। তিনি বিসিক ১ নম্বর গলির নিউ ফ্যাশন নামে একটি পোশাক তৈরির কারখানার পরিচালক বলে জানান নিহতের পরিবার।

জানা যায়, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে সহযোগী জুয়েলকে (৩৪) নিয়ে বিসিক থেকে ঢাকা যাচ্ছিলেন আলমগীর। এ সময় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাক দেখে মোটরসাইকেলে ব্রেক করেন আলমগীর। এতে মোটরসাইকেল পরে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আলমগীরের আফসানা আক্তার হামিম (১০) নামক একটি মেয়ে ও আতিক নামক (৮) নামক একটি ছেলে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চাপা দেওয়া ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরপি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।