ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগ‌ঞ্জে ট্রা‌কের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
গোপালগ‌ঞ্জে ট্রা‌কের ধাক্কায় নিহত ১

গোপালগ‌ঞ্জ: গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে ট্রা‌কের ধাক্কায় আফতাব মণ্ডল (৩৫)  না‌মে মোটরসাই‌কেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শ‌নিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ‌্যা পৌ‌নে ৭টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের তিলছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত আফতাব পাবনার সুজানগর উপ‌জেলার কামালপুর গ্রা‌মের সা‌হেব আলী মণ্ডলের ছেলে। আহত ব্যক্তির নাম সান্টু মণ্ডল। তিনি সম্পর্কে আফতাবের ফুফা‌তো ভাই।

কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির উপ-প‌রিদর্শক (এসআই) সোলায়মান জা‌নান, আফতাব ও সান্টু মোটরসাইকেল নিয়ে লিংক রোড থে‌কে তিলছড়া এলাকায় হাইও‌য়ে‌তে উঠে। এ সময় এক‌টি ট্রাক তাদের মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী আফতাব নিহত হন ও সান্টু গুরুতর আহত হন। আহত সান্টু কা‌শিয়ানী ১০০ শয‌্যা বি‌শিষ্ট হাসপাতা‌লে চিকিৎসাধীন।
 
এসআই সোলায়মান জানান, হতাহতরা মোটরসাইকেলে ক‌রে কা‌শিয়ানী সদ‌রের দি‌কে যা‌চ্ছি‌লেন। নিহ‌ত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক‌টি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।