নীলফামারী: দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরের নতুন বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) হিসেবে যোগ দিয়েছেন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক ছিলেন।
২৪ তম বিসিএসের এই চৌকস কর্মকর্তা শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সেখানে যোগ দেন। তাকে কর্মস্থলে স্বাগত জানান কারখানার কার্য ব্যবস্থাপক (ডাবলু এম) শেখ হাসানুজ্জামান। এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাদেকুর রহমানকে সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
সাদেকুর রহমানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জয়দুল ইসলামের (ডিএস) স্থলাভিষিক্ত হলেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড