ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রেলের সৈয়দপুর কারখানায় যোগ দিয়েছেন নতুন তত্ত্বাবধায়ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
রেলের সৈয়দপুর কারখানায় যোগ দিয়েছেন নতুন তত্ত্বাবধায়ক

নীলফামারী: দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরের নতুন বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) হিসেবে যোগ দিয়েছেন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক ছিলেন।

২৪ তম বিসিএসের এই চৌকস কর্মকর্তা শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সেখানে যোগ দেন। তাকে কর্মস্থলে স্বাগত জানান কারখানার কার্য ব্যবস্থাপক (ডাবলু এম) শেখ হাসানুজ্জামান। এ সময় কারখানার কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি সাদেকুর রহমানকে সৈয়দপুর কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে সরকার।
সাদেকুর রহমানের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি জয়দুল ইসলামের (ডিএস) স্থলাভিষিক্ত হলেন। ব্যক্তি জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ের জনক।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।