লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের সদরে ট্রাকের নিচে চাপা পড়ে প্রান্ত (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের বিসিক শিল্প নগরী সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের ছেলে। সে একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তো।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিল। ঘটনাস্থলে এলে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার উপর দিয়ে উঠে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরএ