ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
মায়ের মৃত্যুর শোক সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ  প্রতীকী ছবি

মৌলভীবাজার: কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি রাণী দেব (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ওই তরুণী ঝাঁপ দেন।

নিহত পম্পি রাণী তিনি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৃত শশাঙ্ক দেবের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে পম্পির বাবা মারা যান। গত দুই সপ্তাহ আগে জটিল রোগে আক্রান্ত হয়ে তার মায়েরও মৃত্যু হয়। তখন থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শনিবার দুপুরে মা-বাবার মৃত্যু শোক সইতে না পেরে বাড়ির লোকজনের অজান্তে টিলাগাঁও রেললাইনে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পম্পি আত্মহত্যা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অঞ্জন কুমার পাল বলেন, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
বিবিবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।