ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

নাটোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
নাটোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নাটোর: নাটোরে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ মো. আল আমিন (২২) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, শনিবার বিকেলে সদর উপজেলার বড়হরিশপুর টার্মিনাল এলাকায় অপারেশন পরিচালনা করে তাকে আটক করে র‌্যাব-৫। আল আমিন সর উপজেলার মাটিয়াপাড়া গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে ওই ব্যক্তি যাত্রীবেশে মাদকদ্রব্যসহ হানিফ পরিবহনে রাজশাহী থেকে নাটোর হয়ে ঢাকায় যাচ্ছে। পরে নাটোর জেলার সদর উপজেলার বড় হরিশপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে আল আমিনকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি মোবাইল, দুইটি সিমকার্ড ও নগদ ১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ ব্যাপারে সদর থানায় তার নামে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।