মেহেরপুর: মুজিবনগরের বিশ্বনাথপুর গ্রামে এক রোগীকে ধর্ষণ করার অভিযোগে আলাউদ্দীন ওরফে আলী নামে এক হাতুড়ে চিকিৎসককে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আলাউদ্দীন মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে।
মুজিবনগর থানা পুলিশ আলাউদ্দীনকে আটকের পর শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. তারিক হাসানের আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
মেহেরপুরের ভবানীপুর গ্রামের এক নারী পল্লি চিকিৎসক আলাউদ্দীনের নামে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার সকালে ওই নারী গ্যাস, ব্যথা ও ডায়াবেটিস এর জন্য ওষুধ আনতে আলাউদ্দিনের বাড়িতে যান। এসময় চিকিৎসক চেকআপ করার কথা বলে ঘরের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করেন। সেসময় আলাউদ্দিনের বাড়িতে কেউ ছিল না।
ঘটনার পরপরই ওই নারী স্থানীয় বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্প বিষয়টি অবহিত করে। পরে মুজিব নগর থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (১) থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-৯। পরে পুলিশ আলাউদ্দিনকে গ্রেফতার করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল জানান, নির্যাতিতা ওই নারী থানায় এসে ধর্ষণ মামলা করার পর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই চিকিৎসক পালানোর চেষ্টা করে।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
আরএ