ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
গাংনীতে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে কৃষক সাদেক আলী হত্যার ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলার প্রধান আসামী হোগলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের বড় ভাই আবুল কাশেম বাদী হয়ে খাইরুল ইসলামকে প্রধান আসামি করে ১৭ জনকে এজাহার নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার প্রধান আসামি হোগলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে খাইরুল ইসলাম কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশী প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।