ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শ্রদ্ধা জানাতে প্রস্তুত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
শ্রদ্ধা জানাতে প্রস্তুত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার -বাংলানিউজ

নারায়ণগঞ্জ: প্রতি বছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ও ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমরা প্রতি বছর কেন্দ্রীয় শহীদ মিনারটি ধোঁয়ার কাজে সহযোগিতা করে থাকি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের পরিচ্ছন্ন কর্মীরা এতে সহযোগিতা করেন।

 বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।