ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় দুই লাখ বাগদা রেণুসহ দুইজন আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
পাথরঘাটায় দুই লাখ বাগদা রেণুসহ  দুইজন আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে চার ড্রামের মধ্যে দুই লাখ রেণু পোনা ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।

রোববার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বড়ইতলা এলাকা থেকে এগুলো আটক করা হয়।

 

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম ইউসুফ আলী জানান, নিয়মিত অভিযান কালে জানা যায়, মোটরসাইকেলে করে ড্রাম ভর্তি বাগদা রেণু নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলার কাকচিড়া ইউনিয়নের বড়ইতলা এলাকায় একটি মোটরসাইকেল থামিয়ে তাদের আটক করা হয়। পরে আটক দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। মৎস্যবিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত বাগদা রেণু পোনা বিশখালী নদীতে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।