ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় যুবকের মৃত্যু ফাইল ছবি

ঢাকা: বাইক চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক মিলন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

রোববার (২০ ফেব্রুয়ারি)  সকাল ৯টার দিকে কাফরুল আইডিবি ভবনের বিপরীত পাশে এই দুর্ঘটনাটি ঘটে। তবে এটি সড়ক দুর্ঘটনা হলেও কোন গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন তা দুপুর পর্যন্ত জানতে পারেনি পুলিশ।

নিহতর বাড়ি বগুড়া জেলা হলেও বর্তমানে মিরপুরের পাইকপাড়া এলাকায় থাকতেন।

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম সাদ্দাম হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত যুবক একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। দুর্ঘটনার সময় বাইক চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে আইডিবি ভবনের বিপরীত দিকে কোন গাড়ির ধাক্কায় আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।