ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গ্যারেজে পড়েছিল রিকশাচালকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
গ্যারেজে পড়েছিল রিকশাচালকের মরদেহ ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি গ্যারেজ থেকে শহিদুল ইসলাম (৩২) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাসদাইর আমেনা গার্মেন্টস সংলগ্ন সেন্টুর রিকশার গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শহিদুল বরিশাল জেলার মুলাদী থানার উত্তর পাতার চর গ্রামের মোখসের মিয়ার ছেলে।

এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম জানান, শহিদুল অনেক আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিলেন। সম্প্রতি তিনি আবার ফতুল্লায় চলে আসেন। সেন্টুর গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা নিয়ে চালাতেন তিনি। আমার ধারণা তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।