ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কলাবাগানে মিলল নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
কলাবাগানে মিলল নবজাতকের মরদেহ মৃত নবজাতককে ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার কলাবাগান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের (মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।



মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য রাহিদুল ইসলাম জানান, সকালে ওই এলাকার কলাবাগানে একটি  নবজাতকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, খবর পেয়ে নবজাতকের মরদহটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।