ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
ইভটিজিংয়ে বাধা দেওয়ায় স্কুলছাত্র খুন

ঢাকা: কুষ্টিয়ার কুমারখালীতে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় স্কুল ছাত্র খুনের ঘটনায় মূল আসামি মো. আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে ফেনী সদর থানাধীন ডাক্তার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর জানান, গত ২৬ জানুয়ারি কুষ্টিয়ার কুমারখালী থানাধীন খোরশেদপুর বাজারে স্কুলছাত্র দিদারকে (১৬) খুন করা হয়। এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় ফেনী থেকে মূল আসামি মো. আলী ওরফে বাবু বিশ্বাসকে (২১) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আলীর ছোট ভাই মোটরসাইকেল মেকানিক্স মামুনুর রশিদ ওরফে আশিক (১৮) স্কুলছাত্রীদের রাস্তাঘাটে ইভটিজিং করতো। তবে এতে বাধা দেয় খোরশেদপুর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ভকেশনালে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত ভিকটিম দিদারুল ইসলাম (১৬)।

এরফলে আশিক ও দিদারের শত্রুতা তৈরি হয়। সেই শত্রুতার সূত্র ধরে ভাই আশিকের পক্ষ নিয়ে দিদারকে ডেকে নিয়ে হত্যা করে আলী।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।