ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে জাল টাকা-রুপিসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
রাজধানীতে জাল টাকা-রুপিসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপিসহ আল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ৩০ লাখ টাকার জালনোট ও ৫০ হাজার ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং এন্ড ফেইক কারেন্সি টিমের পরিদর্শক মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, একজন বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপি নিয়ে হা-মীম পরিবহনের বাসযোগে ধোলাইপাড় বাস স্ট্যান্ডে নামবে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাসটি এসে থামলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে জাল টাকা ও রুপিসহ আল আমিনকে গ্রেফতার করা হয়।

এছাড়া আল আমিনের নামে শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।